Header Ads Widget

Responsive Advertisement

 নিয়োগ

জাহাজের নাবিক হতে চাইলে করুন আবেদন............






শিক্ষাগত যোগ্যতা


ডেক ও ইঞ্জিন নাবিক (গ্রুপ-১): ন্যূনতম এসএসসি, জিপিএ সর্বনিম্ন ২.৫ অথবা সমমানের।


স্টুয়ার্ড ও কুক নাবিক (গ্রুপ-২): ন্যূনতম এসএসসি, জিপিএ সর্বনিম্ন ২.৫ অথবা সমমানের।


ইলেকট্রিশিয়ান নাবিক (গ্রুপ-৩) সরকার অনুমোদিত কোনো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা ন্যূনতম এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ দুই বছরের ট্রেড কোর্স অথবা ওই শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশ নৌবাহিনীর ইলিকট্রিক্যাল ওয়ার্কশপে ছয় মাসের প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।


ফিটার-কাম-ওয়েল্ডার নাবিক (গ্রুপ-৪): সরকার অনুমোদিত কোনো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেরিন/মেকানিক্যাল/পাওয়ার/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং/শিপ বিল্ডিংয়ে ডিপ্লোমা পাস অথবা ন্যূনতম এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ দুই বছর মেয়াদি ট্রেড কোর্স পাস অথবা ন্যূনতম এসএসসি/সমমানসহ বিটাক বা সমমানের প্রতিষ্ঠান থেকে ওয়েল্ডিং অথবা মেশিন শপে ৩ মাসের প্রশিক্ষণ।


উচ্চতা

ন্যূনতম ৫ ফুট ২ ইঞ্চি

ওজন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিএমআই চার্ট অনুসারে ন্যূনতম ১৭ ও সর্বোচ্চ ২৭ । যেমন ৫ ফুট ২ ইঞ্চির ক্ষেত্রে ৪২-৬৭ কেজি।

দৃষ্টিশক্তি

ডেক রেটিংদের জন্য দুই চোখ ৬/৬ এবং অন্যান্য রেটিংসের জন্য দুই চোখ কমপক্ষে ৬/১২ এবং সব নাবিককে বর্ণান্ধতামুক্ত হতে হবে।


নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন করতে কোনো সমস্যা হলে dosratingsolutionart.net–এর মাধ্যমেও আবেদন করা যাবে..........


আবেদন ফি

৩৬০ টাকা

আবেদনের শেষ সময়

৩০ সেপ্টেম্বর ২০২৪।


Source: Bangladesh_Navy

Post a Comment

0 Comments