Header Ads Widget

Responsive Advertisement

আরব আমিরাতে ৫৭ বাংলাদেশির সাজা মওকুফ

 


বাংলাদেশ সরকারের বিরুদ্ধে গত জুলাই মাসে ব্যাপক আকারে বিক্ষোভ করেছিলো সেই বিক্ষোভ প্রদর্শনের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পাওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমার ঘোষণা দিয়েছেন আরব আমিরাতের প্রেসিডেন্ট । তাদেরকে বাংলাদেশে

 প্রেসিডেন্টের নির্দেশনার প্রেক্ষিতে দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ আল শামসি দণ্ড বাস্তবায়ন স্থগিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়ার শুরুর নির্দেশ দিয়েছেন তারা । পাশাপাশি তিনি আরব আমিরাতে বসবাসরতদের বাংলাদেশিদের তাদের দেশটির আইন মেনে চলতে আহ্বান জানিয়েছেন বলে যানানো হয়েছে ।

আরব আমিরাতে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের ক্ষমা করেছেন বলে মঙ্গলবার দেশটির সংবাদ সংস্থা ডাব্লিউএএম জানিয়েছে ।

গত জুলাইয়ের প্রথম সপ্তাহের দিকে  সংযুক্ত আরব আমিরাতে ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আবু ধাবির ফেডারেল আপিল কোর্ট। বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেয়ায় এই দণ্ড দেয়া হয়েছিল।


প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তাদের ক্ষমা করেছেন বলে মঙ্গলবার দেশটির সংবাদ সংস্থা ডাব্লিউএএম জানিয়েছে । প্রতিবেদনে বলা হয়েছে, দোষী সাব্যস্তদের দণ্ড মওকুফ ও ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

এর আরব আমিরাতের বসবাস সকল প্রবাসীদের মনে আনন্দ বয়ে যাচ্ছে। কারন বিগত সরকার থাকা কালীন এমন কারনে আটক হলে তাদের সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেন নাইন।


সূত্র: DW, এফএস/জেডএইচ (রয়টার্স, ডাব্লিউএএম)

Post a Comment

0 Comments